# Tags
#ইসলাম

হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ চালু করেছে সরকার

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ৮৭,১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। হজযাত্রীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও নির্বিঘ্ন করতে সরকার চালু করেছে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ। এ ছাড়া হজযাত্রীদের জন্য চালু হয়েছে হজ প্রি-পেইড কার্ড এবং মোবাইল ফোনে রোমিং সুবিধা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এসব পদক্ষেপ হজযাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান ও তাদের যাত্রাকে আরও সুবিধাজনক করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

লাব্বাইক’ মোবাইল অ্যাপ

‘লাব্বাইক’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ডাউনলোড লিংক:

রেজিস্ট্রেশনের জন্য হজযাত্রীর মোবাইল নম্বর, পিলগ্রিম আইডি (পিআইডি) এবং জন্ম তারিখ প্রয়োজন। ওটিপি যাচাইয়ের পর ৪ ডিজিটের পিন সেট করতে হবে। একজন হজযাত্রী পরিবারের সর্বোচ্চ ৩ জন সদস্যকে অ্যাপে আমন্ত্রণ জানিয়ে যুক্ত করতে পারবেন। আমন্ত্রিত সদস্যরা রেজিস্ট্রেশনের পর হজযাত্রীর তথ্য জানতে পারবেন। এ ছাড়া অতিথি (সবার জন্য উন্মুক্ত) ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে।

অ্যাপের সুবিধাসমূহ

‘লাব্বাইক’ অ্যাপে হজযাত্রীদের জন্য রয়েছে নানা সুবিধা: জরুরি সহায়তা: হজযাত্রী হারিয়ে গেলে, গুরুতর অসুস্থ হলে বা বিপদে পড়লে এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করে সাপোর্ট টিমের সহায়তা পাওয়া যাবে।

ফ্লাইট তথ্য: ফ্লাইট কোড, বোর্ডিং সময়, আগমন-প্রস্থানের সময়, লাগেজের ওজন সীমা ইত্যাদি বিস্তারিত জানা যাবে।

লোকেশন ট্র্যাকিং: গুগল ম্যাপের মাধ্যমে হজযাত্রী নিজের বা দলের অন্য সদস্যদের অবস্থান নির্ণয় করতে পারবেন।

আবাসন তথ্য: হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন/চেক-আউট তারিখ ইত্যাদি জানা যাবে।

দৈনিক হজ শিডিউল ও অন্যান্য তথ্য: নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস, মিনা-আরাফার তাঁবুর লোকেশন, হজ প্রি-পেইড কার্ডের ব্যালেন্স।

স্বাস্থ্য সেবা: ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল, সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা, বাংলাদেশ মেডিকেল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য।

ধর্মীয় সুবিধা: কোরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তসবি, হজ ও ওমরাহ সহায়িকা।

অন্যান্য সেবা: কোরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা, মক্কা-মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ, হজ এজেন্সির তথ্য (নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ)।

হজ প্রিপেইড কার্ড

হজ প্রিপেইড কার্ড ইস্যু করতে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। এর মেয়াদ ৫ বছর এবং ইস্যুতে কোনো ফি নেই। লেনদেন প্রসেস ফি ৩ শতাংশের পরিবর্তে ১ শতাংশ। হজযাত্রীরা ১,২০০ মার্কিন ডলার সমপরিমাণ (প্রায় ১,৫০,০০০ টাকা) কার্ডে লোড করতে পারবেন।

এ ছাড়াও সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম থেকে নগদ সৌদি রিয়াল উত্তোলন, পিওএস মেশিনে পেমেন্ট, ব্যালেন্স রিলোড ও অব্যবহৃত ব্যালেন্স রিফান্ড সুবিধা এবং বাংলাদেশি টাকা লোড করে ডলার বা সৌদি রিয়ালে রূপান্তর করা যাবে। হজ পরবর্তী সময়েও কার্ডটি ব্যবহারযোগ্য থাকবে।

কার্ড ইস্যুর নিয়ম

ইসলামী ব্যাংকের সব শাখা থেকে কার্ড পাওয়া যাবে। প্রয়োজনীয় কাগজপত্র: মূল পাসপোর্ট/পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, ২ কপি ছবি, হজ ভিসার কপি, সচল মোবাইল নম্বর। তথ্যের জন্য যোগাযোগ:

দেশে: ১৬২৫৯, ০২-৮৩৩১০৯০ (কল সেন্টার) বা ইসলামী ব্যাংকের যেকোনো শাখা।

বিদেশে: +৮৮০১৮৪৪২৪২৬৪৬, +৮৮০১৮১৩১৯৭৯১৫ (হোয়াটসঅ্যাপ), +৮৮০৯৬১১০১৬২৫৯ (কল সেন্টার)।

রোমিং সুবিধা

হজযাত্রীদের জন্য গ্রামীণফোন, বাংলালিংক ও রবি বিশেষ রোমিং প্যাকেজ চালু করেছে। এর মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে নতুন সিম কিনতে না হয়ে নিজস্ব সিমে প্রিয়জনদের সঙ্গে কথা বলতে ও বার্তা পাঠাতে পারবেন।

প্যাকেজ বিবরণ: গ্রামীণফোনের ৬টি প্যাকেজ, ক্রয়ের দিন থেকে সক্রিয় থাকবে। রবি: ৩টি প্যাকেজ এবং বাংলালিংকের ৫টি প্যাকেজ, সৌদি আরবে পৌঁছালে সক্রিয় হবে। (পোস্টপেইড গ্রাহকদের ভয়েস কল সুবিধা নেই)।

ক্রয় পদ্ধতি: প্যাকেজ মূল্যের সঠিক টাকা রিচার্জ করতে হবে। প্রচলিত পেমেন্ট গেটওয়ে বা অপারেটরদের অ্যাপের মাধ্যমে ১ থেকে ৬০ দিন মেয়াদের প্যাকেজ ক্রয় করা যাবে।

সাশ্রয়ী মূল্য: সৌদি মোবাইল অপারেটরদের তুলনায় এ প্যাকেজগুলো সাশ্রয়ী।

বিস্তারিত জানতে নিজস্ব মোবাইল অপারেটরের কল সেন্টার বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যাবে।

‘লাব্বাইক’ অ্যাপ, হজ প্রি-পেইড কার্ড ও রোমিং সুবিধার মাধ্যমে বাংলাদেশের হজযাত্রীদের জন্য হজ পালন আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক হবে বলে আশা করা যাচ্ছে।

image-s3-key

image-s3-key

image-s3-key

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *