কাতারে বাংলা নববর্ষ উদযাপন : প্রবাসেও লাল-সাদা বরণে বাঙালির প্রাণের উৎসব

শতাব্দী পেরিয়ে বাংলা নববর্ষ আজও বাঙালির প্রাণের উৎসব হিসেবে উদযাপিত হয়ে আসছে। শুধু দেশের সীমানার মধ্যেই নয়, প্রবাসের মাটিতেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রেখেছে প্রবাসী বাংলাদেশিরা। তারই এক অনন্য উদাহরণ দেখা গেল মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।
বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজ দোহা কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন অনুষ্ঠানে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, দোহা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐতিহ্যের অন্যতম অংশ। প্রবাসে থেকেও আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছি, তা অত্যন্ত গর্বের বিষয়।” তিনি আরো উল্লেখ করেন, এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন প্রজন্মের মাঝে দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। রবীন্দ্রনাথ, নজরুলসহ বাংলা সাহিত্যের নানা ধারা থেকে গীত-আবৃত্তি, নৃত্য পরিবেশনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বাঙালিয়ানার রূপ। প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্য, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণাঢ্য।
অনুষ্ঠানস্থলে ছিল ঐতিহ্যবাহী বাংলা খাবারের স্টল, হাতে আঁকা আলপনা, পান্তা-ইলিশের গন্ধ, ও রঙিন পোশাকে বর্ণিল সাজ। নববর্ষের দিনটি যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।
এই অনুষ্ঠান প্রমাণ করে, হাজার মাইল দূরে থেকেও বাংলা সংস্কৃতি ও কৃষ্টি প্রবাসীদের হৃদয়ে কতটা গভীরভাবে গেঁথে আছে। বাংলা নববর্ষ কেবল একটি ক্যালেন্ডার পরিবর্তনের দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি ও ঐক্যের।
প্রতিবেদকঃ মুস্তাফিজুর রহমান রিপন/কাতার প্রতিনিধি।