# Tags
#আন্তর্জাতিক

কাতারে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন, রাষ্ট্রদূতের সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাতারের রাজধানী দোহায় জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (১০ এপ্রিল) দোহার অভিজাত শেরাটন হোটেলে এ আয়োজন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী গানেম বিন শাহীন বিন গানিম আল গানিম। বিশেষ অতিথি ছিলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর অব প্রটোকল রাষ্ট্রদূত ইব্রাহিম ইউসুফ আবদুল্লাহ ফখরু, কূটনৈতিক কোরের ডিন ও ইরিত্রিয়ার রাষ্ট্রদূত আলী ইব্রাহিম আহমেদসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত ও কাতারের জাতীয় সংগীত। এরপর ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটা হয়, যাতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও রাষ্ট্রদূত একত্রে অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেসব দেশ ও জনগণ সহায়তা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজনে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন বক্তারা। অনুষ্ঠানে কাতারসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতি এবং আন্তরিক অংশগ্রহণ উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।

 

প্রতিবেদক: মুস্তাফিজুর রহমান রিপন, কাতার প্রতিনিধি

কাতারে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন, রাষ্ট্রদূতের সংবর্ধনা অনুষ্ঠান

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার টেবিল প্রস্তুত, মধ্যস্থতাকারী কে?

কাতারে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন, রাষ্ট্রদূতের সংবর্ধনা অনুষ্ঠান

আমাদের ভবিষ্যৎ বেচে দেবেন না

1 Comment

  1. Anik Islam
    11th Apr 2025 Reply

    দেখে ভাল লাগলো

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *