# Tags
#বাণিজ্য

সয়াবিন তেল নিয়ে টিসিবি কার্ডধারীদের জন্য সুখবর

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এই তেল কিনতে মোট খরচ হবে ১৮৭ কোটি ৩৯ লাখ টাকা।

মঙ্গলবার (৮ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে থাইল্যান্ডের লাইফ অ্যান্ড হেলথ করপোরেশন লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে খরচ হবে ১৮৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা। লিটার প্রতি দাম পড়বে ১.২৮ মার্কিন ডলার।

সয়াবিন তেল কেনার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

সয়াবিন তেল ছাড়াও বৈঠকে চাল, এলএনজি ও মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *