# Tags
#বিনোদন

রুনা লায়লাকে নিয়ে ড. ইউনূসের সঙ্গে যে কথা হয়েছিল শাহবাজ শরিফের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঈদের দিন সোমবার (৩১ মার্চ) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তারা দুজনে একে অপরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানান।

সোমবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন শাহবাজ শরিফ।

পোস্টে তিনি বলেন, ‘আগামী ২২ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীসহ একটি ব্যবসায়িক প্রতিনিধি দল ঢাকা সফর করবে। অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূসকেও তার সময় অনুযায়ী পাকিস্তান সফরের আহ্বান জানিয়েছি। একই সঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লাসহ বাংলাদেশের একটি সংগীতশিল্পী গোষ্ঠীকেও আহ্বান জানানো হয়েছে।’

শাহবাজ শরিফ বলেন, ‘ইনশাআল্লাহ, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’

প্রসঙ্গত, মাত্র সাড়ে ১২ বছর বয়সে ১৯৬৪ সালে পাকিস্তানি ছবি ‘জুগনু’র মাধ্যমে গানে অভিষেক হয় রুনা লায়লার। ওই ছবির ‘গুড়িয়াসি মুনি্ন মেরি’ তার জীবনের প্রথম গাওয়া গান।

বাংলাদেশের ছবিতে রুনা লায়লার গাওয়া প্রথম গান হলো গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সুবল দাসের সুরে ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’। লাহোরে থাকাকালেই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

১৯৭৪ সালে বাংলাদেশে স্থায়ীভাবে চলে আসার পর প্রথম তিনি গেয়েছেন সত্য সাহার সুরে ‘জীবন সাথী’ ছবিতে। তার সহশিল্পী ছিলেন খন্দকার ফারুক আহমেদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *