কাতারে বাংলা নববর্ষ উদযাপন : প্রবাসেও লাল-সাদা বরণে বাঙালির প্রাণের উৎসব

শতাব্দী পেরিয়ে বাংলা নববর্ষ আজও বাঙালির প্রাণের উৎসব হিসেবে উদযাপিত হয়ে আসছে। শুধু দেশের সীমানার মধ্যেই নয়, প্রবাসের মাটিতেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রেখেছে প্রবাসী বাংলাদেশিরা। তারই এক অনন্য উদাহরণ দেখা গেল মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।
বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজ দোহা কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন অনুষ্ঠানে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, দোহা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐতিহ্যের অন্যতম অংশ। প্রবাসে থেকেও আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছি,
বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজ দোহা কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন অনুষ্ঠানে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, দোহা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।