#আন্তর্জাতিক #বাংলাদেশ #সর্বশেষ খবর

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

এবার কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ অক্টোবর) গভীররাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই পদক্ষেপ আসে কানাডার একটি বিতর্কিত বিজ্ঞাপনকে কেন্দ্র করে। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ‘শুল্ক নিয়ে কিছু নেতিবাচক কথা চালানো হয়েছে।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বিজ্ঞাপনটি অবিলম্বে সরানো উচিত ছিল। কিন্তু কানাডা তা ওয়ার্ল্ড সিরিজ চলাকালীন রাতের অনুষ্ঠানটিতে সম্প্রচার করেছে। এটা প্রতারণার শামিল।’

তিনি আরও বলেন, ‘তাদের তথ্য বিকৃত করার কারণে এবং শত্রুতাপূর্ণ কাজের জন্য আমি বর্তমানে যে শুল্ক দেওয়া হচ্ছে, তার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করছি।’

এর আগে, গত বৃহস্পতিবার রাতেই এই বিজ্ঞাপন ইস্যুর জেরে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। এদিন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘কানাডার আচরণের ভিত্তিতে তাদের সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখনই সমাপ্ত ঘোষণা করা হলো।’ (বিবিসি)

উল্লেখ্য, বিতর্কিত বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রদেশ তৈরি করেছে। এতে ১৯৮০-র দশকের রিগ্যানের একটি ভাষণ দেখানো হয়, যেখানে তিনি উচ্চ শুল্কের কারণে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছিলেন।

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

নাসপাতি কেন নিখুঁত ফল, তার ১০টি কারণ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *