257 views 1 sec 0 Comment

স্বাধীনতা হঠাৎ করে আসেনি, দীর্ঘদিনের পরিকল্পনায় এসেছে’

- March 7, 2024

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৭০-এর নির্বাচনের আগে ৬৯ সালের অক্টোবর মাসে আমার বাবা লন্ডনে গিয়েছিলেন। তিনি (বঙ্গবন্ধু) মুক্তি পাওয়ার পরপর আমি আমার স্বামীর সঙ্গে ইতালিতে চলে যাই। ইতালি থেকে আমার স্বামী আবার লন্ডনে চাকরি পেয়েছিল, সেখানে চলে যাই। সেখানে বসে তিনি তার যে পরিকল্পনা ছিল- নির্বাচন হবে, নির্বাচনের রেজাল্ট আসবে, ওরা ক্ষমতা দেবে না, আমাদের যুদ্ধ করতে হবে… ইত্যাদি জানান। যুদ্ধের প্রস্তুতি তার ছিল, আমি একজন সাক্ষী এখনো আছি, তিনি পরিকল্পনা করেন তখন থেকে। ভারতের দুজন প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। আমাদের গেরিলা যুদ্ধ হবে, সেখানে শরণার্থী গেলে কীভাবে আশ্রয় হবে, প্রবাসী বাঙালিরা কী কী কাজ করবে, সমস্ত পরিকল্পনা তিনি করে আসেন।

Comments are closed.